Tuesday, February 2, 2010

অনান্য ফরম্যাটের ভিডিওকে MKV ফরম্যাটে রূপান্তর করা

অনান্য ফরম্যাটের ভিডিওকে MKV ফরম্যাটে রূপান্তর করা

পোষ্ট করেছেন মেহেদী আকরাম,নভেম্বর - 1 - 2009 তারিখে। (পোস্টটি 235 বার পড়া হয়েছে।)
ম্যাটরোসকা মাল্টিমিডিয়া কন্টেইনার হচ্ছে উম্মুক্ত স্ট্যান্ডার ফ্রি কন্টেইনার ফরম্যাট যার ভিডিও ফরম্যাট হচ্ছে এমকেভি (MKV)| এছাড়াও অডিও ফরম্যাট হচ্ছে এমকেএ (MKA) এবং সাবটাইটেল হচ্ছে এমকেএস (MKS)| এই ভিডিও ফরম্যাটে সাবটাইটেলসহ ভিডিওকে অধিকতর কমেপ্রস করে রাখা যায়। কিন্তু তুলনামূলকভাবে অনান্য ভিডিও ফরম্যাট থেকে ভিডিও এর মান ভাল থাকে। অনান্য ভিডিওকে এমকেভি ভিডিও ফরম্যাটে রূপান্তর করার দারুন এক সফটওয়্যার হচ্ছে ভিডিওটুএমকেভি। মাত্র ৪.০৫ মেগাবাইটের ফ্রিওয়্যার এই সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন www.zinious.com থেকে। সফটওয়্যারটিতে ড্রাগ-ড্রপ করে এনে এ্যাপলিকেশন মেনু থেকে আউটপুট ফোল্ডার নির্ধারণ করে স্টার্ট প্রসেস কিউ বাটনে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে নতুন ফরম্যাটে ভিডিও তৈরী হবে। ম্যাটরোসকা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন www.matroska.org বা থেকে http://en.wikipedia.org/wiki/MKV

No comments: