পোষ্ট করেছেন মেহেদী আকরাম,সেপ্টেম্বর - 15 - 2009 তারিখে। (পোস্টটি 152 বার পড়া হয়েছে।)
কোন ইউনিট বা একককে এক অন্য এককে রূপান্তর করতে বিভিন্ন সূত্র ব্যবহার করতে হয়। এসব জটিল সূত্র মনে রাখারও কষ্টকর। যেমন, সেলসিয়ার থেকে ফারেনহাইটে রূপান্তর বা ইঞ্চি থেকে সেন্টিমিটারে এরকম শত শত এককে সমজাতীয় এককে রূপান্তর করার প্রয়োজন হয় প্রতিনিয়তই। একটি সফটওয়্যার দ্বারা যদি এসব সকল ধরণের একককে রূপান্তর করা যায় তাহলে কেমন হয়! এমনই দু’টি সফটওয়্যার হচ্ছে
কনভার্ট এবং আরেকটি হচ্ছে কনভার্বার।
কনভার্ট সফটওয়্যারটি (৫৪৮ কিলোবাইট)
http://joshmadison.com/software/convert-for-windows/ থেকে এবং কনভার্বার সফটওয়্যারটি (৫৩৩ কিলোবাইট)
www.xyntec.com/unit-converter-download.htm থেকে ডাউনলোড করা যাবে। উইন্ডোজের সকল সংস্করণের উপযোগী এই সফটওয়্যার দু’টিই বহনযোগ্য এবং বিনামূল্যে পাওয়া যাবে।
No comments:
Post a Comment