Monday, November 29, 2010
Monday, March 8, 2010
একক রূপান্তর করা
কোন ইউনিট বা একককে এক অন্য এককে রূপান্তর করতে বিভিন্ন সূত্র ব্যবহার করতে হয়। এসব জটিল সূত্র মনে রাখারও কষ্টকর। যেমন, সেলসিয়ার থেকে ফারেনহাইটে রূপান্তর বা ইঞ্চি থেকে সেন্টিমিটারে এরকম শত শত এককে সমজাতীয় এককে রূপান্তর করার প্রয়োজন হয় প্রতিনিয়তই। একটি সফটওয়্যার দ্বারা যদি এসব সকল ধরণের একককে রূপান্তর করা যায় তাহলে কেমন হয়! এমনই দু’টি সফটওয়্যার হচ্ছে কনভার্ট এবং আরেকটি হচ্ছে কনভার্বার।
কনভার্ট সফটওয়্যারটি (৫৪৮ কিলোবাইট) http://joshmadison.com/software/convert-for-windows/ থেকে এবং কনভার্বার সফটওয়্যারটি (৫৩৩ কিলোবাইট) www.xyntec.com/unit-converter-download.htm থেকে ডাউনলোড করা যাবে। উইন্ডোজের সকল সংস্করণের উপযোগী এই সফটওয়্যার দু’টিই বহনযোগ্য এবং বিনামূল্যে পাওয়া যাবে।
কনভার্ট সফটওয়্যারটি (৫৪৮ কিলোবাইট) http://joshmadison.com/software/convert-for-windows/ থেকে এবং কনভার্বার সফটওয়্যারটি (৫৩৩ কিলোবাইট) www.xyntec.com/unit-converter-download.htm থেকে ডাউনলোড করা যাবে। উইন্ডোজের সকল সংস্করণের উপযোগী এই সফটওয়্যার দু’টিই বহনযোগ্য এবং বিনামূল্যে পাওয়া যাবে।
Tuesday, February 2, 2010
বিনা ভিসাতে বিদেশ ভ্রমন
বিনা ভিসাতে বিদেশ ভ্রমন
পোষ্ট করেছেন মেহেদী আকরাম,জানুয়ারি - 23 - 2010 তারিখে। (পোস্টটি 486 বার পড়া হয়েছে।)
শিরোনাম দেখে হয়তো অনেকে ভ্রু কুঁচকাচ্ছেন। ভাবছেন এটাও কি সম্ভব! জি, বিশ্বের এমন কিছু দেশ আছে যেখানে যেতে ভিসার প্রয়োজন নেই, শুধু বাংলাদেশের পাসপোর্ট থাকলেই হবে। আর এমন কিছু দেশ আছে যেখানে ল্যান্ড করার পরে এয়ারপোর্ট থেকে (on arrival) ভিসা পাওয়া যায়, তবে কোন কোন দেশের ক্ষেত্রে অবশ্য ফি দিতে হয়।
Travel ভিসা ছাড়া যাওয়া যাবে এবং অবস্থান করা যাবে এমন দেশগুলো হচ্ছে এশিয়া মাহাদেশের মধ্যে ভুটান (যত দিন ইচ্ছা), শ্রীলংকা (৩০ দিন), দ: কোরিয়া (৯০ দিন), আফ্রিকা মহাদেশের মধ্যে কেনিয়া (৩ মাস), মালাউই (৯০ দিন), সেশেল (১ মাস), আমেরিকা মাহাদেশের মধ্যে ডোমিনিকা (২১ দিন), হাইতি (৩ মাস), গ্রানাডা (৩ মাস), সেন্ট কিট্স এ্যান্ড নেভিস (৩ মাস), সেন্ড ভিনসেন্ট ও গ্রানাডাউন দ্বীপপুঞ্জ (১ মাস), টার্কস ও কেইকোস দ্বীপপুঞ্জ (৩০ দিন), মন্টসের্রাট (৩ মাস), ব্রিটিশ ভার্জিন দ্বীপমালা (৩০ দিন), ওশেনিয়া মাহাদেশের মধ্যে ফিজি (৬ মাস), কুক দ্বীপপুঞ্জ (৩১ দিন), নাউরু (৩০ দিন), পালাউ (৩০ দিন), সামোয়া (৬০ দিন), টুভালু (১ মাস), নুউ (৩০ দিন), ভানুয়াটু (৩০ দিন) এবং মাক্রোনেশিয়া তিলপারাষ্ট্র (৩০ দিন) অন্যতম।
এছাড়াও যেসব দেশে প্রবেশের সময় (on arrival) ভিসা পাওয়া যাবে সেগুলো হচ্ছে এশিয়ার মধ্যে আজারবাইজান (৩০ দিন, ফি ১০০ ডলার), জর্জিয়া (৩ মাস), লাউস (৩০ দিন, ফি ৩০ ডলার), মালদ্বীপ(৩০ দিন), মাকাউ (৩০ দিন), নেপাল (৬০ দিন, ফি ৩০ ডলার), সিরিয়া (১৫ দিন), পূর্ব তিমুর (৩০ দিন, ফি ৩০ ডলার), আফ্রিকা মহাদেশের মধ্যে বুরুন্ডি, কেপ ভার্দ, কোমোরোস, জিবুতি (১ মাস, ফি ৫০০ জিবুতিয়ান ফ্রাঙ্ক), মাদাগাস্কার (৯০ দিন, ফ্রি ১,৪০,০০০ এমজিএ), মোজাম্বিক (৩০ দিন, ফি ২৫ ডলার), টোগো (৭ দিন, ফি ৩৫,০০০ এক্সডিএফ) এবং উগান্ডা (৩ মাস, ফি ৩০ ডলার)।
ফ্লাইট, টিকিট, হোটেল ইত্যাদি সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া যাবে http://travel.yahoo.com,
www.farecompare.com, www.airfare.com এসব ওয়েবসাইট থেকে।
তবে বাংলাদেশের এয়ারপোর্ট রওনা হবার সময় কিছু সুযোগ সন্ধানী অফিসার ভিসা নেই বা আপনার সমস্যা হবে এই মর্মে হয়রানি করতে পারে টু-পাই কামানোর জন্য। কেউ এসব দেশে বেড়াতে যেতে চাইলে টিকিট কেনার সময় আরো তথ্য জেনে নিতে পারেন।
এমপিথ্রি’র মান পরিবর্তন করা
এমপিথ্রি’র মান পরিবর্তন করা
পোষ্ট করেছেন মেহেদী আকরাম,সেপ্টেম্বর - 16 - 2009 তারিখে। (পোস্টটি 300 বার পড়া হয়েছে।)
একক রূপান্তর করা
একক রূপান্তর করা
পোষ্ট করেছেন মেহেদী আকরাম,সেপ্টেম্বর - 15 - 2009 তারিখে। (পোস্টটি 152 বার পড়া হয়েছে।)
কনভার্ট সফটওয়্যারটি (৫৪৮ কিলোবাইট) http://joshmadison.com/software/convert-for-windows/ থেকে এবং কনভার্বার সফটওয়্যারটি (৫৩৩ কিলোবাইট) www.xyntec.com/unit-converter-download.htm থেকে ডাউনলোড করা যাবে। উইন্ডোজের সকল সংস্করণের উপযোগী এই সফটওয়্যার দু’টিই বহনযোগ্য এবং বিনামূল্যে পাওয়া যাবে।
অনান্য ফরম্যাটের ভিডিওকে MKV ফরম্যাটে রূপান্তর করা
অনান্য ফরম্যাটের ভিডিওকে MKV ফরম্যাটে রূপান্তর করা
পোষ্ট করেছেন মেহেদী আকরাম,নভেম্বর - 1 - 2009 তারিখে। (পোস্টটি 235 বার পড়া হয়েছে।)
VOB ফরম্যাটের ভিডিওকে কনভার্ট করা
VOB ফরম্যাটের ভিডিওকে কনভার্ট করা
পোষ্ট করেছেন মেহেদী আকরাম,অগাষ্ট - 28 - 2009 তারিখে। (পোস্টটি 173 বার পড়া হয়েছে।)
সহজেই ছবি এবং গান থেকে ভিডিও তৈরী করা
সহজেই ছবি এবং গান থেকে ভিডিও তৈরী করা
পোষ্ট করেছেন মেহেদী আকরাম,অক্টোবর - 19 - 2009 তারিখে। (পোস্টটি 505 বার পড়া হয়েছে।)
সফটওয়্যারটি দ্বারা তৈরী করা ভিডিও ইউটিউব এবং রেপিড শেয়ারে আপলোড করা যাবে।
এবার সিনেমা দেখা যাবে ইউটিউবে
এবার সিনেমা দেখা যাবে ইউটিউবে
পোষ্ট করেছেন মেহেদী আকরাম,জানুয়ারি - 30 - 2010 তারিখে। (পোস্টটি 110 বার পড়া হয়েছে।)
ফায়ারফক্সে ওয়াপ সাইট দেখা
ফায়ারফক্সে ওয়াপ সাইট দেখা
পোষ্ট করেছেন admin,ফেব্রুয়ারি - 28 - 2009 তারিখে। (পোস্টটি 99 বার পড়া হয়েছে।)
সহজেই গুগল সার্চের সবগুলো সুবিধা ব্যবহার করা
সহজেই গুগল সার্চের সবগুলো সুবিধা ব্যবহার করা
পোষ্ট করেছেন মেহেদী আকরাম,অক্টোবর - 19 - 2009 তারিখে। (পোস্টটি 188 বার পড়া হয়েছে।)
জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলে বিভিন্ন ধরনের সার্চ করা যায়। সার্চে এসব সুবিধা পেতে হয় এ্যাডভান্স সার্চে গিয়ে। কিন্তু ফায়ারফক্স ব্যবহারকারীরা গুগল ফিচার সার্চ এ্যাড-অন্স দ্বারা। এজন্য https://addons.mozilla.org/en-US/firefox/addon/14394 থেকে এ্যাড-অন্সটি ইনস্টল করে ফায়ারফক্স রিস্টার্ট করুন। এখন দেখবেন নতুন একটি টুলবার এসেছে। এখানে Search ড্রপডাউনে ক্লিক করে যে বিষয়ে সার্চ করতে চান নির্বাচন করে ডানের টেক্সট বক্সে যা সার্চ করবেন তা লিখে Go বাটনে ক্লিক করলেই হবে। ফলে গুগল সার্চের সর্বোচ্চ সুবিধা পেতে পারবেন সহজেই।
জিমেইলে আনুন গুগলের অনান্য সেবা
জিমেইলে আনুন গুগলের অনান্য সেবা
পোষ্ট করেছেন মেহেদী আকরাম,জুন - 24 - 2009 তারিখে। (পোস্টটি 91 বার পড়া হয়েছে।)
জিমেইল বা গুগলকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। গুগলের সেবাগুলো বর্তমানে জনপ্রিয়তার তুঙ্গে। এগুলো ব্যবহার করতে হলে আলাদা আলাদা উইন্ডোতে বা ট্যাবে নতুন চালু করতে হয়। কিন্তু জিমেইলের মধ্যে যদি গুগল রিডার, পিকাসা, ক্যালেন্ডার, নিউজ, নোটবুক, গ্রুপ, ম্যাপ, সাইট, গ্যাজেট ইত্যাদি পাওয়া যায় তাহলে কেমন হয়! যারা মজিলা ফায়ারফক্স ব্যবহার করেন তারা চাইলে Integrated Gmail এ্যাড-অন্স ইনস্টল করে এই সুবিধা পেতে পারেন। এজন্য https://addons.mozilla.org/en-US/firefox/addon/9457 থেকে এ্যাড-অন্সটি ইনস্টল করে ফায়ারফক্স রিস্টার্ট করুন। এবার টুলস মেনু থেকে Integrated Gmail এ ক্লিক করুন এবং Element Section এর Add বাটনে ক্লিক করে পছন্দের সেবাগুলো আনুন এবং ইচ্ছামত সাজিয়ে Ok করে বন্ধ করুন। এবার জিমেইল চালু করে দেখুন উক্ত সেবাগুলো জিমেইলের ভিতরেই চালু হয়েছে। এই সেবাগুলো ছোট করার (মিনিমাইজ) করার অপশন আছে এবং ডান, বাম ও উপরের প্যানেল লুকানোর জন্য তীর চিহ্নের ব্যবস্থা আছে ফলে বড় পর্দাতে জিমেইল এবং অনান্য সেবাগুলো দেখতে পারবেন। এরফলে নতুন করে গুগলের এসব সেবা চালু না করেই জিমেইল থেকে ব্যবহার করা যাবে।
Gmail; Many address in one
জিমেইলে একের ভিতরে অনেক ঠিকানা
পোষ্ট করেছেন admin,জানুয়ারি - 11 - 2008 তারিখে। (পোস্টটি 325 বার পড়া হয়েছে।)
জিমেইল এখন খুবই জনপ্রিয় ইমেইল সেবাদানকারী প্রতিষ্ঠান। জিমেইলের নতুন নতুন সুবিধা গ্রহকদের বাধ্য করে জিমেইল ব্যবহার করতে। জিমেইলের একটি দারুন সুবিধা হচ্ছে একই ঠিকানাকে হাজারো ঠিকানা হিসাবে ব্যবহার করা।
আপনার জিমেইল ঠিকানা যদি mehdi.akram@gmail.com হয় তাহলে আপনি এই আইডির মধ্যে যেকোন যায়গাতে এক বা একাধিক ডট ব্যবহার করে মেইল পেতে পারবেন। যেমন m.e.h.d.i.a.k.r.a.m@gmail.com বা mehdi.a.k.r.a.m@gmail.com ইত্যাদি। এছাড়াও আপনি জিমেইল ডোমেইনের পরিবর্তে গুগল মেইল ব্যবহার করতে পরেন। যেমন, m.e.h.d.i.a.k.r.a.m@googlemail.com, mehdi.a.k.r.a.m@googlemail.com ইত্যাদি। আর যদি মূল আইডির পরে + চিহ্ন দিয়ে কোন কীওয়ার্ড লিখে অর্থাৎ mehdi.akram+test1@gmail.com ঠিকানা ব্যবহার করেন সেটিও আপনার মেইল ঠিকানা হিসাবে গণ্য হবে। উপরোক্ত যে ঠিকানাতেই মেইল আসুক না কেন তা মূল ইমেইলেই আসবে। ফলে আপনি আপনার একটি জিমেইলের অধিনে লক্ষাধিক মেইল ঠিকানা ব্যবহার করতে পারবেন।
যেসব ক্ষেত্রে একাধিকবার রেজিস্ট্রেশনে একটি মেইল ঠিকানা গ্রহণ করে না সেক্ষেত্রে এই পদ্ধতি দারুন কাজে দেয়। এছাড়াও ভিন্ন ভিন্ন ঠিকানা ব্যবহার করলে মেইল ফিল্টার করতে সুবিধা হয়।
Tuesday, January 19, 2010
Sunday, January 3, 2010
Subscribe to:
Posts (Atom)