প্রতিদিন দেখা হয় নানারকম ওয়েবসাইট ৷কিন্তু ইন্টারনেট ব্যবহারকারীরা নির্দিষ্ট কোন ওয়েবসাইট সম্পর্কে কতটা জানেন? তবে চাইলেই খুব সহেজই যেকোন ওয়েবসাইটের বিভিন্ন তথ্য−যেমন, দর্শকের বিভিত্তিতে সাইটিটর অবস্থান (rank), সার্ভারের নাম, ডোমেইন নিবন্ধনের তারিখ, হোস্টিং এর অবস্থান, আইপি ঠিকানা, সমজাতীয় ফাঁকা ডোমেইন প্রভৃতি পেতে পারেন৷
এবার Archive, Information, Web Search, DNS Records, Suggestions, Expiring, Premium Domains বাটনগুলোতে ক্লিক করে সাইটিট সম্পর্কে আলাদাভবে ব্যপক তথ্য পেতে পারেন৷
http://www.who.is/
No comments:
Post a Comment