Tuesday, February 2, 2010

ফায়ারফক্সে ওয়াপ সাইট দেখা

ফায়ারফক্সে ওয়াপ সাইট দেখা

পোষ্ট করেছেন admin,ফেব্রুয়ারি - 28 - 2009 তারিখে। (পোস্টটি 99 বার পড়া হয়েছে।) 
 
ওয়্যারলেস এ্যাপলিকেশন প্রটোকল বা ওয়াপ মূলত ওয়্যারলেস (মোবাইল) জাতীয় ডিভাইসগুলোর উপযোগী করে তৈরী করা হয়। ওয়াপ সাইটগুলো ওয়্যারলেস মার্কআপ ল্যাঙ্গুয়েজ (wml) দ্বারা তৈরী করা হয় ফলে ওয়েব ব্রাউজারে এই সাইটগুলো দেখা যায় না। ওয়াপ সাইটে প্রবেশ করতে গেলে পেজটি লোড না হয়ে সেভ অপশন আসে। তবে মজিলা ফায়াফক্সে wmlbrowser এ্যড-অন্সটি ইনস্টল করলে ওয়েব সাইটের মতই ওয়াপ সাইট দেখা যাবে। ফায়ারফক্সের ১.৫ সংস্করণ বা এর পরের সকল সংস্করণে উইন্ডোজ এবং লিনাক্সে এই এ্যাড-অন্সটি সমর্থন করবে। এজন্য https://addons.mozilla.org/en-US/firefox/addon/62 থেকে মাত্র ৮৮ কিলোবাইটের এ্যাড-অন্সটি ইনস্টল করুন। এ্যাড-অন্সটির নিজস্ব সাইট http://wmlbrowser.mozdev.org থেকেও আপডেট এবং বিভিন্ন তথ্য পাওয়া যাবে।

সহজেই গুগল সার্চের সবগুলো সুবিধা ব্যবহার করা

সহজেই গুগল সার্চের সবগুলো সুবিধা ব্যবহার করা

পোষ্ট করেছেন মেহেদী আকরাম,অক্টোবর - 19 - 2009 তারিখে। (পোস্টটি 188 বার পড়া হয়েছে।)

জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলে বিভিন্ন ধরনের সার্চ করা যায়। সার্চে এসব সুবিধা পেতে হয় এ্যাডভান্স সার্চে গিয়ে। কিন্তু ফায়ারফক্স ব্যবহারকারীরা গুগল ফিচার সার্চ এ্যাড-অন্স দ্বারা। এজন্য https://addons.mozilla.org/en-US/firefox/addon/14394 থেকে এ্যাড-অন্সটি ইনস্টল করে ফায়ারফক্স রিস্টার্ট করুন। এখন দেখবেন নতুন একটি টুলবার এসেছে। এখানে Search ড্রপডাউনে ক্লিক করে যে বিষয়ে সার্চ করতে চান নির্বাচন করে ডানের টেক্সট বক্সে যা সার্চ করবেন তা লিখে Go বাটনে ক্লিক করলেই হবে। ফলে গুগল সার্চের সর্বোচ্চ সুবিধা পেতে পারবেন সহজেই।

জিমেইলে আনুন গুগলের অনান্য সেবা

জিমেইলে আনুন গুগলের অনান্য সেবা

পোষ্ট করেছেন মেহেদী আকরাম,জুন - 24 - 2009 তারিখে। (পোস্টটি 91 বার পড়া হয়েছে।)

জিমেইল বা গুগলকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। গুগলের সেবাগুলো বর্তমানে জনপ্রিয়তার তুঙ্গে। এগুলো ব্যবহার করতে হলে আলাদা আলাদা উইন্ডোতে বা ট্যাবে নতুন চালু করতে হয়। কিন্তু জিমেইলের মধ্যে যদি গুগল রিডার, পিকাসা, ক্যালেন্ডার, নিউজ, নোটবুক, গ্রুপ, ম্যাপ, সাইট, গ্যাজেট ইত্যাদি পাওয়া যায় তাহলে কেমন হয়! যারা মজিলা ফায়ারফক্স ব্যবহার করেন তারা চাইলে Integrated Gmail এ্যাড-অন্স ইনস্টল করে এই সুবিধা পেতে পারেন। এজন্য https://addons.mozilla.org/en-US/firefox/addon/9457 থেকে এ্যাড-অন্সটি ইনস্টল করে ফায়ারফক্স রিস্টার্ট করুন। এবার টুলস মেনু থেকে Integrated Gmail এ ক্লিক করুন এবং Element Section এর Add বাটনে ক্লিক করে পছন্দের সেবাগুলো আনুন এবং ইচ্ছামত সাজিয়ে Ok করে বন্ধ করুন। এবার জিমেইল চালু করে দেখুন উক্ত সেবাগুলো জিমেইলের ভিতরেই চালু হয়েছে। এই সেবাগুলো ছোট করার (মিনিমাইজ) করার অপশন আছে এবং ডান, বাম ও উপরের প্যানেল লুকানোর জন্য তীর চিহ্নের ব্যবস্থা আছে ফলে বড় পর্দাতে জিমেইল এবং অনান্য সেবাগুলো দেখতে পারবেন। এরফলে নতুন করে গুগলের এসব সেবা চালু না করেই জিমেইল থেকে ব্যবহার করা যাবে।

Gmail; Many address in one

জিমেইলে একের ভিতরে অনেক ঠিকানা

পোষ্ট করেছেন admin,জানুয়ারি - 11 - 2008 তারিখে। (পোস্টটি 325 বার পড়া হয়েছে।)

জিমেইল এখন খুবই জনপ্রিয় ইমেইল সেবাদানকারী প্রতিষ্ঠান। জিমেইলের নতুন নতুন সুবিধা গ্রহকদের বাধ্য করে জিমেইল ব্যবহার করতে। জিমেইলের একটি দারুন সুবিধা হচ্ছে একই ঠিকানাকে হাজারো ঠিকানা হিসাবে ব্যবহার করা।
আপনার জিমেইল ঠিকানা যদি mehdi.akram@gmail.com হয় তাহলে আপনি এই আইডির মধ্যে যেকোন যায়গাতে এক বা একাধিক ডট ব্যবহার করে মেইল পেতে পারবেন। যেমন m.e.h.d.i.a.k.r.a.m@gmail.com বা mehdi.a.k.r.a.m@gmail.com ইত্যাদি। এছাড়াও আপনি জিমেইল ডোমেইনের পরিবর্তে গুগল মেইল ব্যবহার করতে পরেন। যেমন, m.e.h.d.i.a.k.r.a.m@googlemail.com, mehdi.a.k.r.a.m@googlemail.com ইত্যাদি। আর যদি মূল আইডির পরে + চিহ্ন দিয়ে কোন কীওয়ার্ড লিখে অর্থাৎ mehdi.akram+test1@gmail.com ঠিকানা ব্যবহার করেন সেটিও আপনার মেইল ঠিকানা হিসাবে গণ্য হবে। উপরোক্ত যে ঠিকানাতেই মেইল আসুক না কেন তা মূল ইমেইলেই আসবে। ফলে আপনি আপনার একটি জিমেইলের অধিনে লক্ষাধিক মেইল ঠিকানা ব্যবহার করতে পারবেন।
যেসব ক্ষেত্রে একাধিকবার রেজিস্ট্রেশনে একটি মেইল ঠিকানা গ্রহণ করে না সেক্ষেত্রে এই পদ্ধতি দারুন কাজে দেয়। এছাড়াও ভিন্ন ভিন্ন ঠিকানা ব্যবহার করলে মেইল ফিল্টার করতে সুবিধা হয়।

Tuesday, January 19, 2010